বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নলডাঙ্গায় পিতাকে হত্যা মামলায় ছেলের যাবজ্জীবন

নলডাঙ্গায় পিতাকে হত্যা মামলায় ছেলের যাবজ্জীবন

ইসাহাক আলী, নাটোর, ১২ সেপ্টেম্বর-  নাটোরে পিতাকে হত্যা মামলায় ছেলে নলডাঙ্গার ভট্টপাড়ার মোরশেদুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম  কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত।
দুপুরে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ শরীফ উদ্দীন আসামীর উপস্থিতিতে এই রায় প্রদান করেন।
আদালত ও মামলার এজাহারে জানা যায়, ২০১৮ সালের ১০ আগস্ট সালে জমি জমা লিখে না দেয়ায় নাটোরের নলডাঙ্গার ভট্টপাড়া গ্রামের বৃদ্ধ পিতা আফসার আলীকে গলাটিপে হত্যা করে ছেলে মোরশেদুল ইসলাম। আফসার আলী ভট্টপাড়া গ্রামের আজিম উদ্দিন মন্ডলের ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের মেয়ে আর্ণিকা বেগম বাদী হয়ে ওইদিন বিকালেই নলডাঙ্গা থানায় একটি হত্যা মামলা করে।  পরে এই মামলায় তদন্ত শেষে মোরশেদুলকে অভিযুক্ত করে ১৯ সালের ১৩ মে আদালতে চার্জশীট দাখিল করে।
আদালত মামলার দীর্ঘ শুনানী শেষে অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আজ দুপুরে এই রায় প্রদান করেন।
৭২ বার ভিউ হয়েছে
0Shares