শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহীর পদ্মায় সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু

রাজশাহীর পদ্মায় সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু

কাজী এনায়েত উল্লাহ, রাজশাহী অফিস:

রাজশাহী জেলার বাঘার পদ্মার চরে সাপের কামড়ে দিদার আলী খাঁ (৫০) নামের একজন মারা গেছেন।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান, উপজেলার চকরাজাপুর ইউনিয়নের কালিদাশখালি গ্রামের মৃত মোহাম্মদ আলী খাঁ এর ছেলে দিদার আলী খাঁ ।

চকরাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল আযম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার রাতে শয়ন কক্ষে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে আহত হন দিদার আলী খাঁ।

পরে স্থানীয় ওঝার কাছে নেওয়া হয়। অবস্থার অবনতি দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন পরিবারের লোকজন । এসময় পথিমধ্যে মারা যান তিনি।

৪০ বার ভিউ হয়েছে
0Shares