শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
আক্কেলপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ^ শিক্ষক দিবস পালিত

আক্কেলপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ^ শিক্ষক দিবস পালিত

আক্কেলপুর(জয়পুরহাট)প্রতিনিধিঃ ০৫ অক্টোবর/২০২৩ ইং ; জয়পুরহাটের আক্কেলপুরে সারা দেশব্যাপী পালনের অংশ হিসেবে যথাযথ মর্যাদায় উপজেলার মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ৩৮টি এবং প্রাথমিক পর্যায়ের ৬৯ টি প্রতিষ্ঠানে একযোগে বিশ^ শিক্ষক দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার, দুপুরে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে ‘শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, সভ্য জাতিগঠনে নৈতিক শিক্ষা ও আদর্শ শিক্ষকের বিকল্প নেই’ বিষয়কে প্রতিপাদ্য করে বিশ^ শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মোমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম। আরও বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর মোহাম্মদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

এর আগে বেলা সাড়ে ১১ টায় আক্কেলপুর সরকারি এফইউ পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে বক্তব্য দেন, পৌর মেয়র শহীদুল আলম চৌধুরী, প্যানেল মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমানসহ সকল ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দরা।

উপজেলা শিক্ষা অফিসার মাসুদুল হাসান সকল শিক্ষকদের বার্তা দিয়ে বলেন, উন্নত জাতি গঠনে শিক্ষদের ভূমিকা অরিসীম। দক্ষ ও আদর্শবান শিক্ষকরাই পারে উন্নত মেধা সম্পন্ন শিক্ষার্থী তৈরী করতে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.শফিকুল ইসলাম বলেন, পাঠদানের প্রতি যতœশীল হয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান করতে হবে। বর্তমান বিশ^ প্রতিনিয়ত ক্রমশ পরিবর্তনশীল। উন্নত বিশে^র সাথে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। বর্তমান সরকার শিক্ষকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নে কাজ করছেন। জ্ঞান বিজ্ঞানের সমন্বয়ে শিক্ষার্থীদের পাঠদান করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, ‘শিক্ষকতা একটি মহান পেশা। টেকসই উন্নয়নের লক্ষমাত্রা অর্জনে মেধা সম্পন্ন জনশক্তি প্রয়োজন। শিক্ষকদের মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছেন। আদর্শ জাতি গঠনে শিক্ষার্থীদের তৈরী করতে পারলেই শিক্ষক দিবস সফলতা পাবে।

৩৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS