শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সাঁথিয়ায় ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে ফ্রি ভ্যাক্সিনেশন কর্মসূচীর উদ্বোধন

সাঁথিয়ায় ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে ফ্রি ভ্যাক্সিনেশন কর্মসূচীর উদ্বোধন

জালাল উদ্দিন সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং পিপিআর নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রন প্রকল্পের আওতায় ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে ফ্রি ভ্যাক্সিনেশন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

রোববার (১অক্টোবর) পৌরসভাধীন শালঘর ঈদগাহ মাঠ প্রাঙ্গনে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ আতাউর রহমান এর সঞ্চালনায় বক্তব্য দেন,সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার,সাঁথিয়া পৌর মেয়র মাহবুুবুল আলম বাচ্চু,সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা। অনষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সাঁথিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ফারুক মিয়া।

উল্লেখ্য, এই কর্মসূচীর আওতায় দেশব্যপি তিন কোটি এবং সাঁথিয়া উপজেলাতে ৭১হাজার ফ্রি ভ্যাক্সিন দেওয়া হবে। চলবে আগামি ৯ অক্টোবর পর্যন্ত।

২১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS