শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কুড়িগ্রামে প্রতিবন্ধী ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কুড়িগ্রামে প্রতিবন্ধী ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি   :; কুড়িগ্রামে প্রতিবন্ধী ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পায়রাবন্দ জনকল্যাণ উন্নয়ন সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার (২৮সেপ্টেম্বর)  দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে শতাধিক প্রতিবন্ধী নারী-পুরুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পায়রাবন্দ জনকল্যাণ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মোঃ কবির হোসেন, সদর উপজেলা ভাইসচেয়ারম্যান আব্দুর রব সরকার রাজু, সাংবাদিক শ্যামল ভৌমিক, কুড়িগ্রাম উন্নয়ন ফোরামের আহ্বায়ক সাংবাদিক আতাউর রহমান বিপ্লব, মরিয়ম চক্ষু হাসপাতালের প্রোগ্রাম কো-অর্ডিনেটর অরবিন্দু রায়, জনকল্যাণ প্রকল্পের পরিচালক রঞ্জু সরকার প্রমূখ।
এ সময় ঘোষণা করা হয় দরিদ্র প্রতিবন্ধী পরিবারের জন্য ৫টি মিশুক অটো রিক্সা দেয়া হবে।
১০৮ বার ভিউ হয়েছে
0Shares