শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
লালমোহনে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে প্রতিষ্ঠান প্রধান ও মাস্টার ট্রেইনারদের সাথে মতবিনিময় সভা

লালমোহনে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে প্রতিষ্ঠান প্রধান ও মাস্টার ট্রেইনারদের সাথে মতবিনিময় সভা

ভোলা প্রতিনিধিঃ জাতীয় শিক্ষাক্রম ২০২২ বাস্তাবায়ন শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ে ভোলার লালমোহন উপজেলার মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান (স্কুল, মাদরাসা ও কারিগরি) প্রধানদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দিনব্যাপী লালমোহন উপজেলা অডিটোরিয়ামের ২য় তলায় হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা শিক্ষা অফিসার দীপক হালদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, জাতীয় পর্যায়ে কারিকুলামের জাতীয় কমিটির সাথে সরাসরি কাজ করা ভোলা টগবী স্কুলের প্রধান শিক্ষক অসিম আচার্য শাস্ত প্রমূখ।

লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে এবং একাডেমিক সুপার ভাইজার মদন মোহন মন্ডলের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলায় কমরত স্কুল, মাদরাসা ও কারিগরির প্রধান এবং নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের বিষয়ভিত্তিক মাস্টার ট্রেইনারগণ।

আলোচনায় বক্তরা বলেন, বর্তমান নতুন শিক্ষাক্রমে শিখন হবে অভিজ্ঞতায় মুল্যায়ন হবে যোগ্যতায়। ২০২২ সালে প্রথম বাংলাদেশের ৬২ স্কুলে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করা হয়েছে। ২০২৩ সালে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে কার্যক্রম চলছে। আগামী ২০২৪ সালে ৮ম ও ৯ম শ্রেণিতে শুরু হবে। নতুন কারিকুলামে পরিক্ষা থাকবে না। এখন বছরে ২বার মূল্যায়ন করা হবে। এজন্য বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা রয়েছে। সেটি সকলে মেনে মূল্যায়ন করতে হবে। ২০২২ সালের একাডেমিক কার্যক্রম ১০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এবং ২১-৩০ নভেম্বরের মধ্যে মূল্যায়ন শেষ করতে হবে। প্রত্যেক শিক্ষার্থীর ইউনিক আইডি থাকতে হবে।

৬৬ বার ভিউ হয়েছে
0Shares