বুধবার- ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
লালমনিরহাট উপজেলা চেয়ারম্যান নির্বাচনে ৭ ভাইচ চেয়ারম্যান ১০, মহিলা ভাইচ চেয়ারম্যান ৬ চেয়ারম্যান পদে বাতিল ১

লালমনিরহাট উপজেলা চেয়ারম্যান নির্বাচনে ৭ ভাইচ চেয়ারম্যান ১০, মহিলা ভাইচ চেয়ারম্যান ৬ চেয়ারম্যান পদে বাতিল ১

লালমনিরহাট প্রতিনিধি। উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপে লালমনিরহাট জেলার ২টি (পাটগ্রাম, হাতীবান্ধা) উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৮ মে। বুধবার (১৭ এপ্রিল) মনোনয়নপত্র বাছাই এ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৭জন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে ১০জন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬জন। তবে ১জন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র বাতিল হয়েছে।

লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বৈধভাবে মনোনীত প্রার্থীগণ হলেন- মোঃ ওয়াজেদুল ইসলাম শাহীন, মোঃ রুহুল আমীন বাবুল, মোঃ রেজাউল করিম। পাটগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে বৈধভাবে মনোনীত প্রার্থীগণ হলেন- মোঃ আবদুল্লা-আল মামুন, মোঃ মোফাজ্জল হোসেন। পাটগ্রাম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধভাবে মনোনীত প্রার্থীগণ হলেন- মির্জা সাইরী তানিয়া, মোছাঃ লতিফা আক্তার, রেজওয়ানা পারভীন।

হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বৈধভাবে মনোনীত প্রার্থীগণ হলেন- মশিউর রহমান মামুন, মোঃ লিয়াকত হোসেন, মোঃ হাবিবুর রহমান সাতা, শাহানা ফেরদৌসী। তবে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মোঃ মজিবুল আলম এর মনোনয়নপত্র বাতিল হয়েছে। হাতীবান্ধা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে বৈধভাবে মনোনীত প্রার্থীগণ হলেন- এএসএম শামসুজ্জামান, দুলাল চন্দ্র বর্মন, বাপ্পী শোয়েব আহমেদ, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আলা উদ্দিন, মোঃ জুয়েল ইসলাম, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ সাবেরুল ইসলাম পাটোয়ারী। হাতীবান্ধা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধভাবে মনোনীত প্রার্থীগণ হলেন- মোছাঃ নাছরিন বেগম, মোছাঃ মাকতুফা রহমান, মোছাঃ শারমিন সুলতানা সাথী।

লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ লুৎফর কবীর সরকার বলেন, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৮ থেকে ২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি হবে ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল, পরদিন ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু হবে। প্রথম ধাপের লালমনিরহাটের ২টি (পাটগ্রাম ও হাতীবান্ধা) উপজেলায় ভোট হবে আগামী ৮ মে। এবারই প্রথম সব প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তিনি আরও বলেন, হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মোঃ মজিবুল আলম এর মনোনয়নপত্র বাছাই এ বাতিল হয়েছে। তবে তিনি আপিল করতে পাবেন মর্মে জানা গেছে।

১১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS