শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
লালমনিরহাটের জাতীয় পার্টির পৌর শাখার কমিটির পদত্যাগ

লালমনিরহাটের জাতীয় পার্টির পৌর শাখার কমিটির পদত্যাগ

লালমনিরহাট প্রতিনিধি।লালমনিরহাটে জাতীয় পার্টির পৌর শাখার ৯নং ওয়ার্ড কমিটির সকল পদ থেকে পদত্যাগ করেছেন নেতৃবৃন্দ।

বুধবার (১৩ সেপ্টেম্বর) এক লিখিত আবেদনপত্রের মাধ্যমে তারা সকলে স্বাক্ষরিত এ পদ্যতাগ পত্র প্রদান করেন।জাতীয় পার্টি পৌর শাখার ৯নং ওয়ার্ড কমিটির পদত্যাগকারী শ্রী রজনী কান্ত রায়, শ্রী ভবদীশ চন্দ্র মিন্টু, শ্রী সুদর্শন শীল, শ্রী রনজিৎ চন্দ্র বর্মন, মোঃ রফিকুল ইসলাম রফিক, শ্রী রনজিৎ চন্দ্র, শ্রী নারায়ন চন্দ্র রায়, শ্রী কান্তেশ্বর চন্দ্র রায়, শ্রী নির্মল চন্দ্র রায়, শ্রী সুদর্শন চন্দ্র রায়, মোঃ আনোয়ার হোসেন, শ্রী সুমন চন্দ্র রায়, মোঃ আলতাপ হোসেন, কল্যাণী রানী, শ্রী গৌরাঙ্গ চন্দ্র, শ্রী দিনবন্ধু রায়, শ্রী সন্তাষ চন্দ্ৰ, শ্রী বিশ্বনাথ বর্মন, শ্রী লাল চন্দ্ৰ বৰ্মন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ হুজুর আলী, মোঃ নুরনবী, শ্রী মন্টু চন্দ্ৰ, শ্রী রতি কান্ত, শ্রী হীড়া চন্দ্ৰ, শ্রী মিঠুন চন্দ্ৰ, শ্রী উকিল চন্দ্ৰ, শ্রী বিনয় চন্দ্র, শ্রী গোবিন্দ চন্দ্ৰ, শ্রী রিপন চন্দ্র লিখিত আবেদনপত্রে উল্লেখ করেন, আমরা ০৯নং ওয়ার্ড জাতীয় পার্টির পৌর শাখার সদস্যবৃন্দ, আমাদের নিজেদের ব্যক্তিগত সম্যসার কারণে ০৯নং ওয়ার্ড জাতীয় পার্টির পৌর শাখার সদস্য পদের দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না তাই অমরা সকল সদস্যবৃন্দ স্ব-ইচ্ছায় স্বজ্ঞানে কারো বিনাপ্ররোচনায় উক্ত সদস্য পদ থেকে পদত্যাগ করলাম।

এদিকে শনিবার ও রোববার (২ ও ৩ সেপ্টেম্বর) লালমনিরহাটে জাতীয় পার্টি লালমনিরহাট পৌর শাখার সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম আউয়াল, জাতীয় তরুণ পার্টি লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম (শফিক) ও জাতীয় তরুণ পার্টি লালমনিরহাট সদর উপজেলা শাখার সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম (রাজু) পদ থেকে পদত্যাগ করেছেন।

১২৮ বার ভিউ হয়েছে
0Shares