শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কাকিনায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্য

কাকিনায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্য

লালমনিরহাট প্রতিনিধি।  লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনায় সড়ক দুর্ঘটনায় উত্তর বাংলা কলেজ এর মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নয়নের মৃত্য হয়েছে। বৃহস্স্থাপতিবার  এঘটনাটি ঘটে।স্থানীয় সুত্রে জানাগেছে, সে বাসা থেকে পরিক্ষা দেয়ার জন্য কলেজ জাওয়ার পথে কাকিনা বাজার এবং চাপারতল এর মাঝে এহসান স্কেল সংলগ্ন একটি ট্রাক স্কেল ডুকার উদ্দেশ্যে সাইট লাইট জালায় এমন সময় বাইক চালক নয়ন বুঝতে পারছিলো না যে ট্রাকটি ঢুকবে কি না।
কিন্তু চালক বুঝতে না পেরে স্কেলের একটি পিলারে বাইক লাগিয়ে দিলে ঘটনা স্থানে নয়নের মৃত্যু হয় এবং আর একজনকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ নেয়া হয়। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ পৌঁছে। রির্পোট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বিষয়টি কাকিনা ইউপি চেয়ারম্যান নিশ্চিত করেছেন।
৩৬ বার ভিউ হয়েছে
0Shares