বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে মাধ্যমিক স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক

সেনবাগে মাধ্যমিক স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক

 জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,নোয়াখালী প্রতিনিধি ; জাতীয় শিক্ষা সাপ্তাহ ২০২২উপলক্ষে সেনবাগ উপজেলায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মাওলানা নুরুল হুদা ও শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক মনোনিত হয়েছেন কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মনোয়ারুল হক।

বুধবার জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিচারক প্যানেল উপজেলা পর্যায়ের শিক্ষকতার অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা, বিষয় ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরির দক্ষতা শিক্ষার্থী, অভিভাবক, সহকর্মী ও কর্তৃপক্ষের সাথে সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃড়তা -ব্যক্তিত্ব,সততা ও সুনাম, শৃঙ্খলাবোধ, সময়ানুবর্তিতা, শ্রেণিকক্ষে পাঠদানে নিয়মানুবর্তিতা, ডিজিটাল কনটেন্ট তৈরি এবং শ্রেণি কক্ষে মাল্টিমিডিয়ার ব্যবহার, সৃজনশীল প্রকাশনা, গুনগতমানের শিক্ষায় উদ্ভাবনী, সৃজনশীল উদ্যোগ কমিটির কাজে দক্ষ ও আর্থিক শৃঙ্খলা এসব মানদÐ অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টস যাচাই-বাছাই করে মাধ্যমিক স্কুল পর্যায়ে সেনবাগ উপজেলার ‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মাওলানা নুরুল হুদা ও শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক হিসেবে কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মনোয়ারুল হকের নাম ঘোষণা করেন।

১০৬ বার ভিউ হয়েছে
0Shares