শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কুড়িগ্রামে দোকান থেকে বিস্কুট কিনে রাস্তা পাড় হতে গিয়ে অটোরিকশার চাপায় প্রাণ গেল এক শিশুর

কুড়িগ্রামে দোকান থেকে বিস্কুট কিনে রাস্তা পাড় হতে গিয়ে অটোরিকশার চাপায় প্রাণ গেল এক শিশুর

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম  প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় প্রাণ গেল হাওয়ানুর (৭) নামের এক কন্যা শিশুর।  শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চাকিরপশা ইউনিয়নের রাজারহাট- নাজিম খান সড়কের মিলের পাড় বাজারে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি চাকিরপশা ইউনিয়নের মিলের পাড় এলাকার আব্দুল হাকিমের মেয়ে।

স্থানীয়রা জানান, নিহত শিশুটি তার দাদুর সঙ্গে বাড়ির পাশের মিলের পাড় বাজারে যায়। বাজারে দোকান থেকে বিস্কুট কিনে রাস্তা পাড় হতে গিয়ে রাজারহাটগামী একটি অটোরিকশার চাপায় সে গুরুতর আহত হয়। পরেও স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করে।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অটোরিকশাটি আটক আছে। চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

১১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS