বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পটুয়াখালীতে যুব উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

পটুয়াখালীতে যুব উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

পটুয়াখালী প্রতিনিধি।।পটুয়াখালীতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) কর্তৃক বাস্তবায়নাধীন “রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় ৮ দিন ব্যাপী যুব উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন  অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা শহরের এসডিএ সম্মেলন কক্ষে এসএমই ফাউন্ডেশনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ৮ দিন ব্যাপী এ প্রশিক্ষণ  শুরু হয়।
যুব ও কর্মসংস্থানের জেলা ব্যবস্থাপক মোহাম্মাদ আলীর সভাপতিত্বে ও জেলা কর্মকর্তা  গোলাম কিবরিয়ার সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএফ বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক মৃত্যুঞ্জয় সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব কর্মসংস্থান এবং আইসিবি’র  আঞ্চলিক ব্যবস্থাপক শফিকুল ইসলাম রাজা।  প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের মোজাম্মেল হোসেন  ও সহযোগি হিসাবে ছিলেন ইসরাত জাহান দিবা। এছাড়া উদ্যোক্তাদের মধ্য থেকে তাদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য প্রদান করেন সুমনা, নুপুর, সুমন, প্রসেনজিৎ, অনিক, সোহেল, রাজু, ইয়াকুব ও তামিম।
প্রশিক্ষণে জেলার ৮ টি ক্লাস্টারের বিভিন্ন গ্রাম সমিতির ৩০ জন যুব উদ্যোক্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
২৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS