
বিরলে আত্মহত্যার প্রবণতা বেড়েই চলছে

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)॥ বিরলে আত্মহত্যার প্রবণতা বেড়েই চলছে। চলতি বছরের ৩ মাস না পেরোতেই উপজেলার বিভিন্ন এলাকায় ১০ জন আত্মহত্যার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।
এবার ১৫ মার্চ ২০২৫ শনিবার দিবাগত রাত আনুমানিক ৩ টায় রাণীপুকুর ইউনিয়নের বহবলদিঘী গ্রামের চাপাকুড়া পাড়ার সুবাস চন্দ্র রায় এর স্ত্রী পূর্ণিমা রাণী রায় (২২) গলায় ওড়না পেঁচিয়ে নিজ শয়ন কক্ষের বর্গার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে লাশ পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে আত্মহত্যার সঠিক কোন কারণ জানা সম্ভব হয়নি।
থানার অফিসার ইনচার্জ জানান, লাশের ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। থানার মামলা নং ১১, তারিখঃ ১৫.০৩.২০২৫।
এদিকে গত ৯ মার্চ ২০২৫ রোববার উপজেলার ভান্ডারা ইউনিয়নের মৌচুষা গ্রামের ঠাকুরপাড়ার ফুলবাবু এর কন্যা ইভিরাণী (১৬) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
গত ৭ মার্চ ২০২৫ শুক্রবার ধর্মপুর ইউনিয়নের গোদাবাড়ী গ্রামের কৈকুড়ীর মহিদুল ইসলাম এর স্ত্রী রজনী আক্তার মীম (২০) পারিবারিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে কীটনাশক পানে আত্মহত্যা করে।
গত ৬ মার্চ ২০২৫ বৃহস্পতিবার রাজারামপুর ইউনিয়নের উত্তর মালঝাঁড় গ্রামের খোকন চন্দ্র রায় এর স্ত্রী রিভা রাণী (২৫) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। গত ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার বিরল ইউনিয়নের মাধববাটি গ্রামের মজিবর রহমান এর ছেলে মনোয়ারুল ইসলাম (২৪) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। গত ২১ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার রাণীপুকুর ইউনিয়নের বহবলদিঘী গ্রামের শিপীন মরমু এর ছেলে সুকিল মরমু (২০) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। গত ৩০ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার ধর্মপুর ইউনিয়নের বিশ^নাথপুর গ্রামের গোয়ালবাড়ীর সাজিবুর রহমান এর স্ত্রী রুমা আক্তার (২৫) কীটনাশক পানে আত্মহত্যা করে। গত ২৬ জানুয়ারি ২০২৫ রোববার ভান্ডারা ইউনিয়নের ভান্ডারা গ্রামের পলাশ চন্দ্র রায় এর স্ত্রী শীল বালা (৫৫) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। গত ২৫ জানুয়ায়রি শনিবার ভান্ডারা ইউনিয়নের ঘাগরাগাছি গ্রামের মহসিন আলী এর ছেলে রবিউল ইসলাম (৩৫) ও গত ১৯ জানুয়ারি ২০২৫ রোববার বাবুল চন্দ্র সরকার এর স্ত্রী মালা বালা (৩৫) কীটনাশক পানে আত্মহত্যা করে। অপরদিকে, আত্মহত্যার প্রবণতারোধে মসজিদের খুৎবাসহ বিভিন্ন আলোচনায় আত্মহত্যা রোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে আসছে উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন।