শুক্রবার- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
ফকিরের রুটি ও ডিম পড়া খেয়ে ১ জন গুরুতর অসুস্থ্য, ফকির গ্রেফতার

ফকিরের রুটি ও ডিম পড়া খেয়ে ১ জন গুরুতর অসুস্থ্য, ফকির গ্রেফতার

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:  চুরির ঘটনায় চোর ধরতে স্থানীয়দের রুটি ও ডিম পড়া খাওয়ায় এক ফকির। এ রুটি খেয়ে ১ জন গুরুতর অসুস্থ্য হওয়ায় তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মাদারীপুর জেলার কালকিনির রামচন্দ্রপুর গ্রামে। পুলিশ আজ দুপুরে সাংবাদিক সম্মেলন করে অভিযুক্ত ফকিরকে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেন।
সাংবাদিক সম্মেলনে পুলিশ সুুপার বলেন, ২৫ আগস্ট রাতে কালকিনি থানাধীন রামচন্দ্রপুর গ্রামে দুলাল শিকদারের মুদি ও তেলের দোকান তার পাশের মামুন শিকদারের মুদির দোকানে একটি চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনায় রাতেই স্থানীয় জনতা চোর সন্দেহে একজনকে ধাওয়া দিলে সে চুরির মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে চুরি হওয়া দোকানের মালিক দুলাল সিকদার ও মামুন শিকদার প্রকৃত চোরকে সানাক্তের জন্য গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার নিশ্চিন্তপুর গ্রামের কবিরাজ ইস্রফিলের শরণাপন্ন হন। ১০ সেপ্টেম্বর তারা কবিরাজের নিকট থেকে রুটি পড়া ও ডিম পড়া নিয়ে এসে জাহিদুল ইসলামসহ আরো অনেকেই খেতে দেন। এক পর্যাযে রুটি খাওয়ার কিছুক্ষণ পরই জাহিদুল ইসলাম অসুস্থ হয়ে পড়ে। জাহিদুলের পরিবার দ্রুত তাকে চিকিৎসার জন্য কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। জাহিদুলের অবস্থা গুরুতর হওয়ায় ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কালকিনি থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ ১০ সেপ্টেম্বর রাতে গোপালগঞ্জ জেলার নিশ্চিন্তপুরে ফকির ইস্রফিল শেখকে নিজ বাসা থেকে গ্রেফতার করে। এ ঘটনায় কালকিনি থানার মামলা হয়।
২৯ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS