শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জলঢাকায় প্রানী সম্পদের উপর সংলাপ অনুষ্ঠিত 

জলঢাকায় প্রানী সম্পদের উপর সংলাপ অনুষ্ঠিত 

আনোয়ার হোসেন, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে নাগরিক সমাজ সংগঠন সিএসও প্রতিনিধিদের ত্রৈমাসিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রানী সম্পদ কার্যালয় হলরুমে উপজেলা সিএসও এর সভাপতি মর্তুজা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে পশুপালন ও রোগ নিরাময় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ ফেরদৌসুর রহমান। এসময় বক্তব্য রাখেন প্রানী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাঃ জোবায়ের আহাম্মদ, উপ-সহকারী প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, যুক্ত প্রকল্পের সমন্বয় কারী ইয়াসিন আলী ও উপজেলা সিএসও সম্পাদক সুনেত্রা রানী সন্ন্যাসী প্রমুখ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন যুক্ত প্রকল্পের গৌরব কুমার দাস। সংলাপে উপজেলার গৃহপালিত পশুপাখির রোগ নিরাময়সহ পশু পালন সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা বৃন্দ। মানব কল্যাণ পরিষদ (এমকেপি) কর্তৃক পরিচালিত ‘নারী অধিকার ও অংশগ্রহণমূলক সুশাসন শক্তিশালী করণে তরুণ সমাজ’ শীর্ষক (যুক্ত) প্রকল্পের আয়োজনে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সিএসও’র ত্রিশ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
৩৬ বার ভিউ হয়েছে
0Shares