শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় রাজমিস্ত্রি নিহত

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় রাজমিস্ত্রি নিহত

গাংনী প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুর রহিম (৩২) নামের এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। নিহত আব্দুর রহিম ছাতিয়ান গ্রামের খবির উদ্দীনের ছেলে। শুক্রবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,আব্দুর রহিম দুপুরের দিকে মেহেরপুর-কুষ্টিয়া প্রধান সড়কের ছাতিয়ান নামক স্থানে রাস্তা পার হচ্ছিল। এসময় কুষ্টিয়াগামী একটি দ্রুতগামি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। ওই ধাক্কায় সড়কে পড়ে মোটরসাইকেলের ২জন আরোহী সামান্য আঘাতপ্রাপ্ত হন এবং আব্দুর রহিম গুরুতর ভাবে আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

৩১ বার ভিউ হয়েছে
0Shares