শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মেহেরপুরে পৌরসভার নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

মেহেরপুরে পৌরসভার নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

মেহের আমজাদ,মেহেরপুর : আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য মেহেরপুর পৌরসভার নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
শুক্রবার বেলা ১১ টার দিকে মেহেরপুর পৌরসভা নির্বাচন পরিচালনার দায়ীত্বে নিয়োজিত রিটানিং অফিসার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। মেহেরপুর পৌরসভার মেয়র পদে পৌরসভার বর্তমান মেয়র ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান রিটন (নৌকা), স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক মেয়র মোতাছিম বিল্লাহ মতু (নারিকেল গাছ) প্রতীক পেয়েছেন।

মেহেরপুর পৌরসভার কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে মোয়াজ্জেম হোসেন(টেবিল ল্যাম্প),মীর জাহাঙ্গীর আলম (পানির বোতল),গোলাম ফারুক (পাঞ্জাবি),রাজিব(ডালিম) রাশেদুজ্জামান (উটপাখি)। ২ নম্বর ওয়ার্ডে সঞ্জয় কুমার সাহা (উটপাখি), আল মামুন (টেবিল ল্যাম্প),তপন কুমার(পাঞ্জাবি), ওয়াসিম খান (বø্যাকবোর্ড),শফিকুল ইসলাম(ডালিম),ইয়াসিন আলি শামিম(পানির বোতল) । ৩ নম্বর ওয়ার্ডে ইনসান আলী (টেবিল ল্যাম্প) ,শাকিল রাব্বি ইভান (ডালিম),সৈয়দ আবু আব্দুল্লাহ(পানির বোতল),জাহাঙ্গীর আলম(উটপাখি)। ৪ নম্বর ওয়ার্ডে আব্দুর রহিম(পানির বোতল),নুরুল ইসলাম(ডালিম),রিয়াজউদ্দিন(উটপাখি)।৫ নম্বর ওয়ার্ডে হাসেম আলী(উটপাখি) ,এস এম আবুল হাসানাত (পানির বোতল),শরিফুল ইসলাম (টেবিল ল্যাম্প) ,আক্তারল ইসলাম(পাঞ্জাবি) ,মোস্তাক আহমেদ(ব্রিজ) ।

৬ নম্বর ওয়ার্ডে শাহিনুর রহমান(পাঞ্জাবি),সৈয়দ মঞ্জুরুল হাসান(পানির বোতল),শামীম রেজা (টেবিল ল্যাম্প),বোরহানুল আজিম(উটপাখি)। ৭ নম্বর ওয়ার্ডে এস.এম ফিরোজুর রহমান(পাঞ্জাবি),নুরুল আশরাফ রাজীব(উটপাখি),মনিরুল ইসলাম (পানির বোতল), ইলিয়াস হোসেন(গাজর) ,তারিকুল ইসলাম(টেবিল ল্যাম্প)। ৮ নম্বর ওয়ার্ডে খন্দকার শফিউল কবীর(পাঞ্জাবি) , সৈয়দ মঞ্জুরুল কবীর(ডালিম), এ কে শাকিল আহমেদ(পানির বোতল),আব্দুস সাত্তার(ব্রীজ),সাখাওয়াত হোসেন (টেবিল ল্যাম্প),মতিয়ার রহমান(গাজর),নাজমুল হাসান(বø্যাাকবোর্ড),রিন্টু রহমান(উটপাখি)। এবং ৯ নম্বর ওয়ার্ডে সোহেল রানা(পানির বোতল),মোহাম্মদ বিন হাশেম (উটপাখি) এবং হামিদুল ইসলাম (টেবিল ল্যাম্প প্রতীক) পেয়েছেন। এদিকে পৌরসভার নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে ইতি বেগম(বলপেন),আল্পনা খাতুন(জবা ফুল),দিল আফরোজ(চশমা),মনোয়ারা খাতুন(আনারস)। ২ নম্বর ওয়ার্ডে শিউলি আক্তার (জবা ফুল),ফিরোজা খাতুন(চশমা),মোমেনা বেগম (আংটি), বিলকিস (আনারস),পলি(অটোরিকশা),আফরোজা(টেলিফোন), শারমীনা (বলপেন), খাদিজা বেগম (দ্বিতল বাস) । ৩ নম্বর ওয়ার্ডে সীমা চৌধুরী (জবা ফুল),হামিদা খাতুন (চশমা), রোকসানা (আনারস) প্রতীক পেয়েছেন।

৫৯ বার ভিউ হয়েছে
0Shares