রবিবার- ৩০শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৬ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মেহেরপুর জেলা প্রশাসনের আয়েজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

মেহেরপুর জেলা প্রশাসনের আয়েজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর :মেহেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত  হয়েছে।“বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ,বাংলার খ্রিস্টান,বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী “এই শ্লোগানকে সামনে রেখে

শনিবার বিকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম.এ খালেক, প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন চক্রবর্ত্তী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ ওবায়দুল্লাহ, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, মেহেরপুর পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য,গাংনী পৌর মেয়র আহমেদ আলী, অ্যাডঃ ইব্রাহিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

৪৮ বার ভিউ হয়েছে
0Shares