শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে মৎস্য শিকার প্রতিযোগীতার উদ্বোধন

সেনবাগে মৎস্য শিকার প্রতিযোগীতার উদ্বোধন

মোঃ জাহাঙ্গীর আলম শাযেস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী কেশারপাড় দিঘীতে মৎস্য শিকার প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে নোয়াখালী-২ (সেনবাগ সোনাইমুড়ী আংশিক) আসনের এমপি ও সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোরশেদ আলম মৎস্য শিকার প্রতিযোগীতার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন-সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডমুরুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন কানন , কেশারপাড় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাবেক চেয়ারমম্যান বেলাল ভূঁইয়া প্রমুখ।

দিঘীর ইজাদার মোঃ জুয়েল জানায়, শতবর্ষী কেশারপাড় দিঘীতে ৭০জন মৎস্য শিকারী ২৩ হাজার টাকা মূল্যে টিকিট ক্রয় করে প্রতিযোগীতায় অংশ গ্রহন করে। ওই প্রতিযোগীদের মধ্যে রয়েছে চলচিত্র অভিনেতা নোভেল। শুক্রবার বিকেল প্রধান অতিথি মৎস্য শিকার প্রতিযোগীতা দেখতে শতশত উৎসুক মানুষ দিঘীর চারপাড়ে ভিড় জমায়।

১৫৮ বার ভিউ হয়েছে
0Shares