শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মোরেলগঞ্জে থানা পুলিশের আয়োজনে বাজার ব্যবসায়ীদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

মোরেলগঞ্জে থানা পুলিশের আয়োজনে বাজার ব্যবসায়ীদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে মোরেলগঞ্জ থানা প্রশাসন  ও বাজার ব্যবসায়ীদের সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মোরেলগঞ্জ বাজার কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন হাওলাদারের সভাপতিত্বে  সাধারণ সম্পাদক মোঃ  দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি  হিসিবে উপস্থিত ছিলেন  মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ  মোঃ সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক। এসময় অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর শংকর রায়, মোরেলগঞ্জ উপজেলা প্রেস ক্লাব সাবেক সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক  মশিউর রহমান মাসুম উপজেলা প্রেসক্লাব সহ-সভাপতি মোহাম্মদ সাইফুজ্জামান রিপনসহ  বিভিন্ন শ্রেণির  বাজার ব্যবসায়ীবৃন্দ।
উপস্থিত ব্যাবসয়ীদের মধ্যে আলোচনা করেন মোরেলগঞ্জ বাজার চাল ব্যবসায়ী এইচ এম আসলাম হোসেন, মোঃ রেজাউল হাওলাদার, জুয়েলারি সমিতির সভাপতি অসীম কর্মকার, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাব প্রচার সম্পাদক মোঃ এখলাস শেখ প্রমুখ।                       এ সময় ব্যবসায়ী’রা তাদের আলোচনায়  চুরি, টাকা ছিনতাইয়ের দুর্ঘটনা সহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সমস্যা মোকাবেলায় পুলিশ ও ব্যবসায়ীদের যৌথ পদক্ষেপ গ্রহন কারার বিষয় গুরুত্বআরোপ করেন।
৪৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS