শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মোরেলগঞ্জের খাউলিয়ায়”আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস”পালিত

মোরেলগঞ্জের খাউলিয়ায়”আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস”পালিত

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ‘দুর্যোগে আগাম সতর্কবার্তা ; সবার জন্য কার্যব্যবস্থা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৩ই অক্টোবর- বুধবার সকালে ”আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস – ২০২২” উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা খাউলিয়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে খাউলিয়া ইউনিয়ন – ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, বিভিন্ন পেশার নারী-পুরুষ, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ , শিক্ষক এবং ছাত্রছাত্রীবৃন্দ ব্যানার ও প্ল্যা-কার্ডসহ বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে খাউলিয়া ইউনিয়ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিসিআরসি পশরবুনিয়া ব্রাক শেল্টারে এসে শেষ করে। বর্ণাঢ্য র‍্যালীর কার্যক্রম শুরু করেন মো: সাইদুর রহমান, চেয়ারম্যান ও সভাপতি খাউলিয়া ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। র‍্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফা হাওলাদার, সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো: কামরুজ্জামান মসিউর রহমান , বিশ্বাস, নাসিমা আক্তার, পলাশ রানী বিশ্বাস – প্রধান শিক্ষক: সাহাদাত হোসেন – সভাপতি সিসিআরসিএবং সিসিডিবি মোরেলগঞ্জ উপজেলার কর্মকর্তাবৃন্দ। সভায় উপস্থিত বক্তরা স্থানীয় জনগোষ্ঠীর সচেতনতা, গাছ লাগানোর উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন ও প্রত্যেককে চলতি মৌসুমে ১টি গাছ লাগানোর আহবান করেন। সভাপতির বক্তব্যে পরিবেশের প্রত্যেকটি উপাদানকে সংরক্ষনের দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় পার্থ প্রতীম দাস, প্রোগ্রাম ম্যানেজার, সিসিডিবি-স্টেপ এন্ড বিল্ডইন প্রকল্প, মোরেলগঞ্জ, তার বক্তব্যে বলেন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, ঘূর্ণীঝড় আশ্রয় কেন্দ্র কমিটি, দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবকদের জনগনকে উদ্বুদ্ধ করার জন্য সচেতনতামূলক কার্যক্রমের আহ্বান জানান।

২৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS