শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মোরেলগঞ্জে বিশ্ব যক্ষা দিবস পালিত 

মোরেলগঞ্জে বিশ্ব যক্ষা দিবস পালিত 

মোরেলগঞ্জ (বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে একটি  র‍্যালি স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মো. কামাল হোসেন মুফতির সভাপতিত্বে উপস্থিত ছিলেন  উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা  ডা. লাবনী, ডা. নাজমুল হাসান আহাদ, ডা. শেখ নাদিমুজ্জামান আকাশ, মোরেলগঞ্জ প্রেসক্লাব সভাপতি মু. রফিকুল ইসলাম মাসুম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শরীফ, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি  এইচ এম শহীদুল ইসলাম,  সাধারণ সম্পাদক মোঃ  শামীম আহসান মল্লিক প্রমুখ।
 স্বাস্থ্য পরিদর্শক মো. হেমায়েত হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন বেসরকারি সংস্থা  ব্র্যাক-এর ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন। সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য  কর্মকর্তা- কর্মচারী ও ইউনিয়ন স্বাস্থ্যকর্মীগণ উপস্থিত ছিলেন।
২৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS