শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মোরেলগঞ্জে নানা আয়োজনে উদযাপিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 

মোরেলগঞ্জে নানা আয়োজনে উদযাপিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধঃ- বাগেরহাটের মোরেলগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ।

শুক্রবার  (১৩ অক্টোবর) সকালে    উপজেলা পরিষদ  সবুজ চত্বরে উপজেলার বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী  , রেড ক্রিসেন্ট সদস্য, বে-সরকারি সংস্থা  এনজিওদের পক্ষে আগত প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেে রেলি, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের দুর্ঘটনার   বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।

অসমতার বিরুদ্ধে লড়াই করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি”, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভায় মোরেলগঞ্জ  উপজেলা চত্বরে উপজেলা  পরিষদ চেয়ারম্যান ও উপজেলা  দুর্যোগ ব্যাবস্হাপনা কমিটির সভাপতি আলহাজ্ব   এ্যাডঃ শাহ-ই আলম বাচ্চুর সভাপতিত্বে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন উপজেলা নির্বাহী অফিসার  এস এম তারেক সুলতান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিতছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, জেলা পরিষদ সাবেক সদস্য আফরোজা আকতার  লিনা, আলোচনার শুরুতে  ভূমিকম্প ও দুর্ঘটনা সম্পর্কে    বক্তব্য রাখেন  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহ আল জাবির। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম, আইসিটি কর্মকর্তা  ত্রিদিপ সরকার, উপজেলা মাধ্যমিক   একাডেমিক সুপারভাইজার বাকি বিল্লাহ, সহকারী প্রকৌশলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবু শুভঙ্কর মন্ডল, উপজেলা ফায়ার সার্ভিস সদস্যবৃন্দ স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাসহ উপজেলার  বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, মোরেলগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার  সাংবাদিক ও   বে-সরকারি সংস্থা এনজিও  প্রতিনিধিসহ স্থানীয় রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

৩১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS