বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ভূরুঙ্গামারীতে ট্রলির বেগ ডালায় চাপা পড়ে শিশুর মৃত্যু

ভূরুঙ্গামারীতে ট্রলির বেগ ডালায় চাপা পড়ে শিশুর মৃত্যু

মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :   কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডিজেল ইঞ্জিন চালিত তিন চাক্কার ট্রলির(থ্রি হুইলার) বেগ ডালায় চাপা পড়ে সাড়ে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটেছে উপজেলার বলদিয়া ইউনিয়নের ছনবান্দা গ্রামে। মৃত ওই শিশুর নাম মোশাররফ হোসেন। সে ওই গ্রামের ছাইদুল ইসলামের পুত্র। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক জানান, বুধবার (২০ জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে বাড়ির পাশের রাস্তায় শিশুটি খেলতে ছিলো।

এমন সময় ইট বোঝাই একটি ডিজেল ইঞ্জিন চালিত তিন চাক্কার ট্রলি(থ্রি হুইলার) শিশুটিকে অতিক্রম করার সময় সে ট্রলির বেগ ডালা ধরে ঝুলে খেলা করছিল। কিছু দূর যাওয়ার পর রাস্তার মাঝখানে কালভার্ট ভেঙ্গে বেগ ডালার নীচে চাপা পড়ে শিশুটি। এতে ইট বোঝাই গাড়ির চাপায় শিশুটির নারী-ভূরি বেরিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

কচাকাটা থানার অফিসার ইনচার্জ জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

২৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS