শুক্রবার- ১৪ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
কুড়িগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের বহুতল ভবন উদ্বোধন করলেন এমপি পনির উদ্দিন

কুড়িগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের বহুতল ভবন উদ্বোধন করলেন এমপি পনির উদ্দিন

বুলবুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধিঃ   কুড়িগ্রামে তিন তলা বিশিষ্ট জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বহুতল নতুন ভবন উদ্বোধন করেছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ।
১১ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে  কুড়িগ্রাম পুরাতন স্টেশন এলাকায় অবস্থিত জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ।
অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসান, সাংসদ পুত্র হাফেজ আবু সুফিয়ান পাভেল, সদর এলজিইডির প্রকৌশলী রিশাদ জামান, সহকারী প্রকৌশলী আতিয়ার রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কার্নিজ ফাতেমা প্রমূখ।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি পনির উদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন-এই প্রতিষ্ঠান আমার বাবার গড়া। এলাকার ছেলে-মেয়েদের শিক্ষিত করতে তিনি পুরাতন শহরে ৫টি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। শিক্ষা ক্ষেত্রে তার ব্যাপক অবদান রয়েছে।
 সন্তানদের শিক্ষিত হিসেবে গড়ে তুলতে মা যেমন ভূমিকা রাখে তেমনি বিদ্যালয়ের শিক্ষকগণও একই ভূমিকা রাখেন।  প্রতিটি মাকে তার সন্তানকে শিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে। তাহলে জাতি শিক্ষিত হবে।  দেশ উন্নত হবে।
২১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS