মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সৈয়দপুরে অনির্দিষ্টকালের জন্য হোটেল-রেঁস্তোরা বন্ধ

সৈয়দপুরে অনির্দিষ্টকালের জন্য হোটেল-রেঁস্তোরা বন্ধ

দুলাল সরকার, সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি : সৈয়দপুরে বঙ্গবন্ধু সড়কের তাজির উদ্দিন গ্রান্ড সন্স নামে হোটেলের এক শ্রমিককে কয়েকজন খরিদ্দার মিলে মারধরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত গতকাল শনিবার (২৬ আগস্ট) সকাল থেকে হোটেল মালিক ও শ্রমিক সমিতি যৌথভাবে শহর ও আশেপাশের সকল হোটেল রেঁস্তোরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। ফলে শহর ও আশেপাশের প্রায় আড়াই শতাধিক হোটেল-রেঁস্তোরা বন্ধ থাকায় বাইরে থাকা আসা লোকজনসহ বিভিন্ন অফিস ও স্থানীয় অনেক মানুষজন যারা কর্মের জন্য শহরে অবস্থান করায় বাড়িতে খেতে যেতে পারেন না তারা অসহনীয় দূর্ভোগে পড়েছেন। এর আগে গত শুক্রবার (২৫ আগস্ট) হোটেল শ্রমিককে মারধরের ঘটনায় রাতেই হোটেল শ্রমিক ও মালিক সংগঠনের লোকজন শহরের বঙ্গবন্ধু চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকলে থানা পুলিশ এসে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। এদিকে রাতেই হোটেল মালিক ও শ্রমিক সংগঠন বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সকল হোটেল-রেঁস্তোা বন্ধ থাকবে বলে ঘোষণা দেন। সৈয়দপুর হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক সখেন ঘোষ জানান, গত শুক্রবার (২৫ আগস্ট) রাতে তাজির উদ্দিন গ্র্যান্ড নামে হোটেলে খাদ্য পরিবেশনের পর অকারণে কয়েকজন খরিদ্দার হোটেল কর্মচারীকে মারধর করেন। ওই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত কোনো দোকানপাট খোলা হবে না। কর্মচারীদের সঙ্গে এ ধরনের আচরণ কারো কাম্য নয়। তাই, সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত হোটেল শ্রমিককে মারধর এবং হোটেল মালিককে হুমকির প্রতিবাদে সৈয়দপুর হোটেল মালিক সমিতি ও হোটেল শ্রমিক সংগঠনের যৌথ ঘোষণায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য।

 

১৮৮ বার ভিউ হয়েছে
0Shares