শনিবার- ১৫ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
অটোরিকশায় চার্জ দিতে গিয়ে প্রাণ গেল চালকের

অটোরিকশায় চার্জ দিতে গিয়ে প্রাণ গেল চালকের

ঝালকাঠি প্রতিনিধি। ঝালকাঠির নলছিটিতে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মনির হোসেন হাওলাদার (৪০)নামের এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার ভৈরবপাশা বাজারে রিকশার গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহত মনির হোসেন হাওলাদার রায়পাশা এলাকার মৃত আব্দুল গনি হাওলাদারের ছেলে।নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান,অটো রিক্সা চালিয়ে চলে মনিরের সংসার।শনিবার দুপুরে নিজের অটো চার্জ দিতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি মুহাম্মদ আতাউর রহমান।

২৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS