শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ভাঙ্গুড়ায় এক ব্যবসায়ি খুন

ভাঙ্গুড়ায় এক ব্যবসায়ি খুন

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় হাসু মিয়া (৫৫) নামের এক ব্যবসায়িকে হত্যা করেছে দূর্বৃত্তরা। তিনি ভাঙ্গুড়া পৌর সভার চৌবাড়িয়া হাড়োপারা মহল্লার মৃত সোবাহান হাজীর ছেলে। বুধবার ১৬ই আগস্ট তাকে না পেয়ে বিকেলে আত্বিয় সজন তার বাড়িতে দেখতে যায়। তার ঘরের দরজা জানালা বন্ধ দেখে। তাদের চোখে পরে ঘরের পূর্ব পাশে ইটের ডোয়া ভাঙ্গা। দরজা খুলে দেখে ঘরের মেঝেতে মৃত হয়ে পরে আছে হাসু মিয়া । এ সময় তারা থানা পুলিশকে খবর দেয়। খবর পেলে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। জানা যায় , হাসু মিয়ার বড় স্ত্রী তার ২ ছেলে নিয়ে ঢাকায় থাকে। বাড়িতে হাসু ছোট স্ত্রী কে নিয়ে থাকে। এলাকাবাসি বলেন হাসুর বড় স্ত্রী বুদ্ধি প্রতিবন্ধি হওয়ায় সে প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া থানায় একটি মেয়েকে বিয়ে করে। বিয়ের পর থেকে তাদের মধ্য বনি বনা না হওয়ায় প্রায় ২০ দিন পুর্বে হাসু পাবনা আদালতের মাধ্যমে তালাক দেন। এরপর থেকে হাসু মিয়া এই বাড়িতে একাই থাকতো।

স্থানীয়দের ধারনা দূর্বৃত্তরা গভীর রাতে তার ঘরে ঢুকে তাকে হত্য করে। ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত ব্যক্তির মাথার ৩টি গভীর ক্ষত রয়েছে। ময়নাতদন্তর জন্য মরদেহ পাবনা সদর হাসপাতালে পাঠানো হবে। ওসি আরো বলেন, অপরাধিকে সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

১৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS