শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ঈশ্বরদীতে বালুর চাপা পড়ে দুই শিশুর  মর্মান্তিক মৃত্যু 

ঈশ্বরদীতে বালুর চাপা পড়ে দুই শিশুর  মর্মান্তিক মৃত্যু 

পাবনা ঈশ্বরদী মোঃ রাকিব বিশ্বাস  :  পাবনার ঈশ্বরদীতে বালুর নিচে  চাপা পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার  (০৭ আগস্ট) ঈশ্বরদী উপজেলার সাঁড়া  ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বালু ব্যবসায়ী মারুফ হোসেনের বালুর খামালের  নিচে চাপা পড়ে  দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়।  নিহত দুই শিশুর বাড়ি সাঁড়া ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের পাথর পাড়া গ্রামে। নিহতরা হলেন, আশরাফুল মাঝির ছেলে হিমেল হোসেন (১০) ও একই এলাকার আছান নাপিতের ছেলে হোসাইন (১২)। নিহত হিমেল সাঁড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায় বিকেলে দুজন স্থানীয় বালু ব্যবসায়ী মারুফ হোসেনের বালুর খামালে খেলা ধুলো করছিলেন। খেলা করতে করতে এক পর্যায়ে বালুর বড় স্তুপ ধ্বসে তাদের উপর চাপা পড়লে তাদের মৃত্যু হয়। ওই স্থানের সূত্রে আরো জানা যায়, বিকেলে স্কুল ছুটির পরে বাড়িতে এসে নিহত দুই শিশু ঐ বালুর খামালে খেলতে যায়।
সন্ধ্যা পার হলেও  বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খুঁজতে থাকে। এক পর্যায়ে সন্ধ্যা ৭ টার দিকে বালুর নিচ থেকে তাদের উদ্ধার করা হয়। বালু ব্যবসায়ী মারুফ হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওই দুই শিশু আমার বালুর খামালের পাশে খেলা করছিল। বৃষ্টি দেখে ঐ দুই শিশু বালুর খামালে গিয়ে বালু গর্ত করে বসে ছিলো। পরে বৃষ্টির পানিতে বালু ধসে তাদের উপর পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার বলেন, ঘটনা শুনে আমি হাসপাতালে গিয়েছিলাম। গিয়ে দেখি দুটি শিশুই মারা গিয়েছে।
১৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS