শনিবার- ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সুজানগরে মোবাইল কোর্টে চায়না দোয়ারী জাল জব্দ ও ধ্বংস

সুজানগরে মোবাইল কোর্টে চায়না দোয়ারী জাল জব্দ ও ধ্বংস

সুজানগর (পাবনা) প্রতিনিধি: “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”প্রতিপাদ্যকে সামনে রেখে, উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের আয়োজনে, ছোট মাছ ও মা মাছ নিধন, দেশীয় প্রজাতির প্রজননক্ষম মাছ ও পোনা মাছ সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার বিকেলে পাবনার সুজানগর উপজেলার দুলাই ও আহম্মদ ইউনিয়নের গাজনার বিলের খয়রান ব্রীজ,চর গোবিন্দ পুর,মধ্য পাড়া,দোপ পাড়া,আদির ঘোনা, ঘোড়ার ভিটা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তেগীর। উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান জানান, গাজনার বিলে দেশীয় প্রজাতির মাছের ডিম, রেনু পোনা ধ্বংসকারী চায়না দোয়ারী জাল ধরা বেআইনি এবং জনগণের ভবিষ্যৎ স্বার্থের সাথে প্রতারণা করে আসছে। জনগণের স্বার্থ রক্ষায় এবং ছোট মাছ সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এই অভিযানে প্রায় ৩ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৮০ টি চায়না দোয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS