শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নেত্রকোনায় জেলা বিএনপির দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নেত্রকোনায় জেলা বিএনপির দোয়া মাহফিল

এ কে  এম  আব্দুল্লাহ, নেত্রকোনাঃ  বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নেত্রকোনায়  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০টার দিকে জয়নগর নতুন হাসপাতাল রোডস্থ আহ্বায়কের বাসভবনে নেত্রকোনা জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন এই দোয়া মাহফিলের আয়োজন করে।
দোয়া মাহফিলের প্রারম্ভে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপি আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক ও সদস্য সচিব ড, মোঃ রফিকুল ইসলাম হিলালী। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, জেলা কৃষক দলের সভাপতি সালাহ উদ্দিন খান মিল্কী, সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদ আহমেদ ফকির, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, জেলা তাতী দলের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ লেলিন, জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খোকন, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মোঃ ইদ্রিস,  জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন, সাধারন সম্পাদক অনিক মাহবুব চৌধুরী ও জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
১৫৮ বার ভিউ হয়েছে
0Shares