শনিবার- ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
নেত্রকোনা টাওয়ারে উঠে আটকে যাওয়া শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস

নেত্রকোনা টাওয়ারে উঠে আটকে যাওয়া শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস

এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা : নেত্রকোনায় বড় স্টেশন এলাকায় গ্রামীণ ফোনের টাওয়ারে উঠে আটকে থাকার ৪ ঘণ্টা পর ১৪ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেছে। এ ঘটনায় জেলা শহরের বড়স্টেশন এলাকায় উৎসুক জনতার ভীড় জমার পাশাপাশি জনমনে আতংক দেখা দেয়।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার সকালে মোহাম্মদ নামক একজন মাদ্রাসার ছাত্র বড় স্টেশন সংলগ্ন গ্রামীণ ফোন টাওয়ারের চূড়ায় উঠে বসে থাকে। এমন খবর জেলা শহরের চারদিকে ছড়িয়ে পড়লে স্টেশন এলাকায় অসংখ্য উৎসুক জনতা ভীড় জমায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফায়ার সার্ভিস উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দীর্ঘ সময় মাইকিংয়ের মাধ্যমে বুঝিয়ে শুনিয়ে তাকে নিচে নামানোর চেষ্টা করে। তারপরও সে নিচে নেমে না আসায় শেষ পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীরা উপরে উঠে রশি দিয়ে শিশুটিকে বেঁধে নিরাপদে নিচে নামিয়ে আনে। উদ্ধার হওয়া মোহাম্মদ কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের মনতলা গ্রামের বাবুল বিশ্বের ছেলে। সে মাদ্রাসাতুল আরকাম নামে একটি মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।

২০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS