শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ডোমারে ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস’ উদযাপিত

ডোমারে ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস’ উদযাপিত

 রবিউল হক রতন, ডোমার ( নীলফামারী) প্রতিনিধি::  ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’—এই প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪’ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ই মার্চ) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিশ্ব ভোক্তা অধিকার দিবসের আলোচনা সভা ও সেমিনারে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ।

এসময় আরও বক্তব্য রাখেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আল-আমিন রহমান, ডোমার নাট্য সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সহিদার রহমান মানিক, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ আব্দুল বারী, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম, ডোমার প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মোজাফ্ফর আলী, সাংবাদিক মোঃ রওশন রশীদ, ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ জুলফিকার আলী ভুট্টো, টিসিবি ডিলার মোঃ জুম্মা রহিম দুলু প্রমুখ।

৫৯ বার ভিউ হয়েছে
0Shares