শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রামগড়ে সন্ত্রাস জঙ্গিবাদ মাদক ও ইভটিজিং প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

রামগড়ে সন্ত্রাস জঙ্গিবাদ মাদক ও ইভটিজিং প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

বিটন চৌধুরী, খাগড়াছড়ি প্রতিনিধি। পুলিশই জনতা জনতাই পুলিশ। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে খাগড়াছড়ি রামগড় উপজেলার রামগড় থানা আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

আজনমঙ্গলবার (২২ আগষ্ট) বিকেল ৫টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার উম্রাচিং চৌধুরীর সঞ্চালনা ও রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দীনের সভাপতিত্বে সভায় উপস্থিতি ছিলেন রামগড় থানার ইনচার্জ মোঃমিজানুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম (কামাল), উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ৩নং বিট পুলিশিং কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ এরশাদ উল্লাহ্, অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সুশীল-সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

৪২ বার ভিউ হয়েছে
0Shares