বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোরের সিংড়ায় পূর্ব বিরোধের জেরে কুপিয়ে ৩ আঙ্গুল বিচ্ছিন্নসহ আহত ২

নাটোরের সিংড়ায় পূর্ব বিরোধের জেরে কুপিয়ে ৩ আঙ্গুল বিচ্ছিন্নসহ আহত ২

ইসাহাক আলী, নাটোর, ১০ আগস্ট’২৩ : নাটোরের সিংড়ার শুকাশে পূর্ব বিরোধের জেরে একজনকে কুপিয়ে জখম ও হাতের ৩টি আঙ্গুল কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষরা। এছাড়া আহত হয়েছে আরো একজন। বৃহস্পতিবার রাতে সিংড়া উপজেলার লক্ষীকোলা গ্রামের আহত মোতালেব হোসেন নামে ওই ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার লক্ষীকোলা গ্রামের ইকবাল গ্রæপ ও শরীফুল গ্রæপের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। তার জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ইকবাল গ্রæপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অকর্তিত শরিফুল ও তার সমর্থক মোতালেবের উপর আক্রমণ করে। এতে মোতালেবের হাতের ৩টি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় আহত মোতালেব ও শরিফুলকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে মোতালেবের শারিরিক পরিস্থিতির অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

১২২ বার ভিউ হয়েছে
0Shares