শনিবার- ১লা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
গুরুদাসপুরে হত্যা মামলায় দুই জনের যাবজবজীবন কারাদন্ড

গুরুদাসপুরে হত্যা মামলায় দুই জনের যাবজবজীবন কারাদন্ড

ইসাহাক আলী, নাটোর, ১০ আগস্ট-নাটোরের গুরুদাসপুরে মনোয়ারা হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদন্ড ও আরো ২০ হাজার করে টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচার মোঃ শরীফ উদ্দিন এই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় খলিফাপাড়ার মৃত হযরত আলীর ছেলে মনিরুল ইসলাম ও একই এলাকার মৃত সাত্তারের ছেলে মিঠু প্রাং। এই মামলার অপর আসামী নাহিদ ইসলামকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৬ জানুয়ারী উপজেলার পার গুরুদাসপুর উপজেলার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী ভোর ৬টার দিকে স্ত্রীকে নামাজের জন্য ডেকে নিজে নামাজে যান। পরে নামাজ শেষে তিনি তার ভাতিজার কাছে স্ত্রী মারা যাওয়ার খবর শুনে বাড়িতে এসে প্রতিবেশিরা তার স্ত্রীর নিহতের বিষয়টি জানান। এ সময় তিনি একটি ধারালো চাকুও সেখানে পান। তবে হত্যার সাথে কাউকে জড়িত সন্দেহ না হওয়ায় ওইদিন রাতে গুরুদাসপুর থানায় অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ তদন্ত করে ২০২০ সালের ৩১ শে আগষ্ট ৩জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। এই মামলায় দীর্ঘ শুনানী শেষে আজ দুপুরে আসামী মনিরুল ও মিঠুর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হলো। অপর আসামী উপজেলার খামার নাচকৈড় এলাকার নজরুল ইসলামের ছেলে নাহিদ ইসলামের জড়িত থাকার প্রমান না পাওয়ায় বেকসুর খালাস দেয়া হয়।

৯৫ বার ভিউ হয়েছে
0Shares