বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পানছড়িতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলে বালক-বালিকায় ইউপি চ্যাম্পিয়ন বাজার মডেল

পানছড়িতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলে বালক-বালিকায় ইউপি চ্যাম্পিয়ন বাজার মডেল

প্রতিনিধি, পানছড়ি (খাগড়াছড়ি) ৩.৮.২০২৩ খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবলে বালক-বালিকা উভয়েই ইউপি চ্যাম্পিয়ন হয়েছে পানছড়ি বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়। ৩নং পানছড়ি সদর ইউপির প্রাথমিক বিদ্যালয়গুলোর বালক-বালিকাদের নিয়ে খেলাগুলো অনুষ্ঠিত হয় বাজার উচ্চ বিদ্যালয় মাঠে। ক্ষুদে ফুটবলারদের পায়ের কারুকাজ দেখতে প্রতিদিন ছুটে আসে উৎসুক দর্শনার্থী। অবশেষে বালকদের ফাইনাল উন্নীত হয় পানছড়ি বাজার মডেল ও মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। অপরদিকে বালিকাদের মাঝে ফাইনালে আসে বাজার মডেল ও পাইলট ফার্ম সরকারী প্রাথমিক বিদ্যালয়। ৩’আগষ্ট বৃহস্পতিবার সকাল নয়’টা থেকে শুরু হয় দৃষ্টিনন্দন ফাইনাল। আষাঢের বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকেই খেলা উপভোগে মাঠে ছুটে আসে দর্শনার্থীরা। বাজার মডেল ও পাইলট ফার্ম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল দিয়েই শুরু হয় দিনের প্রথম খেলা। এতে বাজার মডেল ২-০ গোলে জয়লাভ করে।

দিনের ২য় খেলায় অংশ নেয় বাজার মডেল ও মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় বালক দল। এতে বাজার মডেল ৪-১ গোলের ব্যবধানে জয়লাভ করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয় দলের খেলা উপভোগ করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সুস্মিতা ত্রিপুরা। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে তিনি পুরস্কার তুলে দেন। সুন্দর খেলা উপহার দেয়ার জন্য উভয় দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক প্রলয় জ্যোতি চাকমা, তিপন চাকমা, নুরুল আবছার, মোহাম্মদ শাহজাহান, হুমায়ুন কবির মিলন, আলপনা দে, বিপাশা সরকার প্রমুখ।

১৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS