শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ডোমারে ৬পা বিশিষ্ট বাছুরের জন্ম!

ডোমারে ৬পা বিশিষ্ট বাছুরের জন্ম!

 রবিউল হক রতন, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে মলদ্বারবিহীন ৬ পা বিশিষ্ট গরুর বাছুরের জন্ম হয়েছে। বিরল এমন খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সাড়া পড়ে যায়। বাছুরটিকে এক নজর দেখতে উৎসুক জনতা গরুর মালিকের বাড়িতে ভিড় করছে।
জানা যায়,  উপজেলার বামুনিয়া কাচারী এলাকায় মৃত আছির উদ্দীনের ছেলে মনছুর মিস্ত্রী (৭০) এর বাড়িতে একটি গাভি ওই বাছুরটির জন্ম দেয়। চারটি পা ঠিক জায়গা মতো থাকলেও বাছুরটির ঘাড়ের কাছে  অতিরিক্ত ২টি পা দেখা যায়।
গরুর মালিক মনছুর আলী জানান, তিনি ১ বছর যাবত গাভীটি লালন-পালন করছেন। মঙ্গলবার সকাল ০৮ টার দিকে গাভীটি একটি বাচ্চা প্রসব করে। জন্মের পর দেখতে পাওয়া যায়, চারটি পা ছাড়াও পিঠের অংশে আরো দুটি পা রয়েছে।
তবে ৬ টি পা বিশিষ্ট বাছুরের পায়খানার পথটি বন্ধ থাকায় শুধু প্রশ্রাবের রাস্তা খুলা ছিলো। তাই বাছুরটি দেখানোর জন্য উপজেলা প্রাণী সম্পদ দফতরে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক বাছুরটি দেখে সার্জারির মাধ্যমে পায়খানার রাস্তাটি খুলে দেন।
ডোমার উপজেলা প্রাণিসম্পদের উপ-সহকারী কর্মাকর্তা (সম্প্রসারণ) মোঃ মোমিনুর রহমান জানান, বাছুরটির পায়খানার রাস্তা বন্ধ ছিলো সেটি সার্জারির মাধ্যমে খুলে দেয়া হয়েছে। এটি একটি জন্মগত ত্রুটি। শারীরিকভাবে বাছুরটি সুস্থ আছে। বাছুরটির অতিরিক্ত পা দুটি তেমন কোনো সমস্যা নন বলে তিনি জানান।
#
২১৫ বার ভিউ হয়েছে
0Shares