বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নেত্রকোনার বারহাট্টা থানা পুলিশের অভিযান : ৩৫ বোতল মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোনার বারহাট্টা থানা পুলিশের অভিযান : ৩৫ বোতল মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা : বারহাট্টা থানা পুলিশ কলমাকান্দা-নেত্রকোনা সড়কের উড়াদিঘী নামক স্থানে অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় মদসহ ১ মাদক ব্যবসায়ী আটক করেছে।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ খোকন কুমার সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির একটি টিম শনিবার দিবাগত রাত টার দিকে কলমাকান্দা-নেত্রকোনা সড়কের বারহাট্টা উপজেলার উড়াদিঘী নামক স্থানে অভিযান চালিয়ে ৩৫ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী হচ্ছে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার যৌতা গ্রামের মৃত চাঁন মিয়ার পুত্র মোঃ পারভেজ বেপারী (২১)।

অটককৃত মাদক ব্যবসায়ী পারভেজ ব্যাপারীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করার পর রবিবার বিকালে আসামীকে আদালতে সোপর্দ করলে বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

১৯ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS