বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তফার সাথে আওয়ামী কাউন্সিলর পরিষদের সৌজন্য স্বাক্ষাত  

রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তফার সাথে আওয়ামী কাউন্সিলর পরিষদের সৌজন্য স্বাক্ষাত  

স্টাফ রিপোর্টার ॥ রংপুর সিটি কর্পোরেশনের দ্বিতীয় মেয়াদী মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার সাথে সৌজন্য স্বাক্ষাত করেন নব গঠিত রংপুর সিটি কর্পোরেশন আওয়ামী কাউন্সিলর পরিষদের  নেতৃবৃন্দ।
গতকাল রোববার দুপুরে রংপুর সিটি কর্পোরেশনে মেয়র মহদয়ের অফিস কক্ষে মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার সাথে সৌজন্য স্বাক্ষাত করেন এবং ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী কাউন্সিলর পরিষদের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায় হারা এবং সাধারণ সম্পাদক ও ২৮নং ওয়ার্ড কাউন্সিলর ইঞ্জিনিয়ার শেখ শাহাদত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন নব গঠিত রংপুর সিটি কর্পোরেশন আওয়ামী কাউন্সিলর পরিষদের প্রধান উপদেষ্ঠা ও ২০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল ইসলাম, উপদেষ্ঠা ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম তোতা, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মিজু, সহ-সভাপতি রফিকুল আলম, শাহাজাদা আরমান শাহাজাদা, আনোয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ ও দিলারা বেগম, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার মির্জা ও সাজমিন রহমান শিউলি, কোষাধ্যক্ষ প্যানেল মেয়র জাহেদা আনোয়ারী লাকী, সদস্য শাহাদৎ হোসেন, আব্দুল গফ্ফার, ফজলে এলাহী ফুলু, মনোয়ারা সুলতানা মলি, হাছনা বানু, ওয়াজেদুল আরেফিন মিলন, মোছাঃ ঝর্ণা বেগম, মোসলেমা খাতুন ও মোসলেমা বেগম মেরী।
২৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS