শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোরে এক যুবকের লাঁশ উদ্ধার

নাটোরে এক যুবকের লাঁশ উদ্ধার

কাজী এনায়েত উল্লাহ রাজশাহী অফিস:

নাটোরের লালপুরে এক যুবকের লাঁশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (৩১ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের বড়বড়িয়া গ্রামের খলিলুর রহমানের আম বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম, কুরবান আলী (৪০)।

নিহত কুরবান আলী বড়বড়িয়া গ্রামের হযরত আলীর ছেলে ও পেশায় একজন কৃষি শ্রমিক ছিলেন।

স্থানীয় ও পুলিশ জানায়, সকালে কয়েকজন কৃষি শ্রমিক আম বাগানের পাশে একটি জমিতে কাজ করতে আসে। এসময় তারা আম বাগানে কুরবান আলীকে মৃত অবস্থায় পড়ে দেখতে পায়।

স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে লালপুর থানার ইনচার্জ (ওসি) উজ্জল হোসেন জানান, ধারনা করা হচ্ছে গত রাতের কোন এক সময় তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে প্রেরণ করা হচ্ছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

৪৭ বার ভিউ হয়েছে
0Shares