শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
হিলিতে এনটিভির ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।।

হিলিতে এনটিভির ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।।

মাহবুব হোসেন মেজর হাকিমপুর(হিলি) দিনাজপুর  প্রতিনিধিঃ  আলোচনা সভা, র‌্যালী, কেককাটা ও ফল উৎসবের মধ্যদিয়ে দিনাজপুরের হিলিতে এনটিভির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে গত ০৩/০৭/২৩ ইং তারিখে।
এদিন বিকাল ৫টায় এনটিভির হিলি প্রতিনিধি জাহিদুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, হাকিমপুর সার্কেলের সহকারী সিনিয়র  পুলিশ সুপার শরিফুল ইসলাম, হাকিমপুর পৌরসভার ২ বারের সফল  মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি  মোঃ জামিল হোসেন চলন্ত, হাকিমপুর থানা ইন্সপেক্টর তদন্ত এস এম জাহাঙ্গীর আলম,  বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী,  স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। এরপর বিভিন্ন প্রকারের মৌসুমী ফল দিয়ে অতিথিদের আপ্পায়ণ করা হয়। শেষে একটি র‌্যালী স্থলবন্দরের সড়ক প্রদক্ষিণ করেন।
৪৯ বার ভিউ হয়েছে
0Shares