মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ফুলবাড়ীর কড়াই গ্রামে মসজিদে আজম মন্ডলের রানা’র সিমেন্ট প্রদান

ফুলবাড়ীর কড়াই গ্রামে মসজিদে আজম মন্ডলের রানা’র সিমেন্ট প্রদান

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি :; পবিত্র লাইলাতুল বরাত এর দিনে মৃত মা-বাবার জন্য দোয়া চেয়ে নিজ গ্রাম কড়াই উত্তরপাড়া জামে মসজিদের ছাদ ঢালাইয়ের জন্য ১২০ বস্তা সিমেন্ট দান করলেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেদদিঘী ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আজম মন্ডল রানা।

মানুষ পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় যতটুকু আমল করে ততটুকুই কবরে তার সঙ্গে যায়। এরপর মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায়, শুধু তিনটি আমল জারি থাকে, এক ইলমেদ্বীন শিক্ষা দেওয়া, দুই নেককার সন্তান রেখে যাওয়া, তিন ছদকায়ে জারিয়া।

বিশেষ করে নেককার সন্তান দুনিয়াতে রেখে যাওয়া মা-বাবার কবরের আজাব মাফের বড় একটি ওসিলা। যদি কোন সন্তান মা বাবার জন্য দোয়া করে সেই দোয়া কখনো বৃথা যায় না, আর যদি সন্তান মা বাবার নামে কোন কিছু দান করে অবশ্যই সেই দানের সওয়াব মৃত মা-বাবার কবরে পৌঁছে যায়।

আজম মন্ডল রানা তেমনি একজন সন্তান, মা-বাবার মাগফেরাতের কামনায় সর্বদাই তিনি দান ছদকা করে থাকেন, সম্প্রতি তার নিজ গ্রাম কড়াই উত্তরপাড়া জামে মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ চলছে। এলাকাবাসী তার কাছে আবেদন জানান কিছু সিমেন্ট দেওয়ার জন্য, পরে তিনি ওই ছাদ ঢালাইয়ের সমস্ত সিমেন্টের দায়িত্ব¡ নেন। গত মঙ্গলবার তিনি ওই মসজিদের ছাদ ঢালাইয়ের জন্য ১২০ বস্তা সিমেন্ট মসজিদ কমিটির কাছে পৌঁছে দেন।

এ বিষয়ে মসজিদ কমিটির লোকজন জানান কড়াই উত্তরপাড়া জামে মসজিদের ছাদ ঢালাইয়ের জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে, শুধু সিমেন্টের জন্য ঢালাইয়ের কাজ পিছিয়ে যাচ্ছিল, আমরা বিষয়টি আজম মন্ডল রানাকে জানালে তিনি ছাদ ঢালায়ের জন্য যতগুলো সিমেন্ট লাগবে সব সিমেন্টের ব্যবস্থা করে দিবেন বলে আশ্বস্ত করেন, আজ শবে বরাতের দিনে তিনি ছাদ ঢালাইয়ের জন্য ১২০ বস্তা সিমেন্ট পাঠিয়ে দেন। আমরা দোয়া করি আল্লাহ্ যেন তার মা বাবাকে মাফ করে দেন।

এ বিষয়ে জানতে চাইলে আজম মন্ডল রানা বলেন দান করতে অনেক অর্থ সম্পদ লাগে না, ভালো মানসিকতা থাকলেই দান করা যায়, আমি যতটুকু পারি আমার সামর্থ অনুযায়ী সব সময় দান ছদকা করার চেষ্টা করি, বিশেষ করে আমার মৃত মা-বাবার জন্য মসজিদ মাদ্রাসা গুলোতে দান করার চেষ্টা করি। আমি আমার মৃত মা-বাবার জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।

৫৬ বার ভিউ হয়েছে
0Shares