শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ফুলবাড়ীতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের বিষয় ভিক্তিক প্রশিক্ষণ উদ্বোধন।

ফুলবাড়ীতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের বিষয় ভিক্তিক প্রশিক্ষণ উদ্বোধন।

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে মাধ্যমিক পর্য্যায়ের শিক্ষকদের ৫দিন ব্যাপী বিষয় ভিত্তিক প্রশিক্ষণ শুরু হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার সুজাপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম।

ডিসোমিনেশন অফ নিউকারিকুলাম স্কিম শীর্ষক এর আওতায় ৫দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

প্রশিক্ষণ কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমশের আলী মন্ডলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুজাপুর মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বঞ্জয় কুমার চক্রবর্তি, ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন, সিদ্দিশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান সহ উপজেলা শিক্ষা অফিসের পদস্থ কর্মকর্তাগণ ও প্রশিক্ষকগণ এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

১৩৪ বার ভিউ হয়েছে
0Shares