শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মেহেরপুরে নজরুল সংগীত প্রশিক্ষণ ও প্রতিযোগিতা

মেহেরপুরে নজরুল সংগীত প্রশিক্ষণ ও প্রতিযোগিতা

মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুরে শুদ্ধ বাণী ও সুরে ২দিন ব্যাপি নজরুল সংগীত প্রশিক্ষণ ও প্রতিযোগিতা শুরু হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় বাংলাদেশ নজরুল সংগীত সংস্থার পরিচালনায় এবং মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় বুধবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নজরুল সংগীত প্রশিক্ষণ ও প্রতিযোগিতা শুরু হয়।

১ম দিনের প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশের বরেণ্য নজরুল সংগীত শিল্পী মাহমুদুল হাসান এবং মিরাজুল জান্নাত সোনিয়া। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি নূরুল আহমেদ,সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সংগীত শিল্পী আবুল হাসনাত দিপু প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় মেহেরপুর জেলার স্থানীয় শিল্পী,গীতিকার ও নজরুল সংগীত এর শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।

২৫৫ বার ভিউ হয়েছে
0Shares