শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মেহেরপুরের গাংনীতে ভূট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার

মেহেরপুরের গাংনীতে ভূট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার

মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর জেলার গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের গজাড়িয়া হেমায়েতপুর গ্রামের ঝোপের মাঠের ভূট্টা ক্ষেত থেকে জগত আলী (৫২) নামের একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। জগত আলী একই উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামের মৃত ওমেদ আলী বিশ্বাসের ছেলে।
রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে গজাড়িয়া হেমায়েতপুর ঝোপের মাঠ থেকে তার লাশ উদ্ধার করে গাংনী থানা পুলিশের একটি দল। নিহত জগত আলীর ভাই লিয়াকত আলী জানান, রোববার ভোরে ফজর নামাজ শেষে জগত আলী বাড়ি থেকে মাঠে আসে। সকালের দিকে পরিবারের সদস্যরা খবর পায় তার মরদেহ মাঠে পড়ে আসে। জমিজমা নিয়ে জগত আলীর সাথে তার বড় ভাই মৃত আব্দুর রহমানের দু’ছেলে গাফ্ফার আলী ও জুব্বার আলীর সাথে কয়েক মাস যাবত দ্বন্দ চলছিল। জগত আলী শরিকানা ১০ শতক বোনের জমি ক্রয় করে। ওই জমি বড় ভাইয়ের দু’ছেলে গাফ্ফার ও জুব্বার দখল করার জন্য বেশ কয়েকবার বাকবিতন্ডা করে। জগত আলী ওই জমিতে এবার ভূট্টা চাষ করেছিল। কিন্তু জমি দখলের জন্য বড় ভাইয়ের দু’ছেলে একই জমিতে শরিষা বপন করে। এ দ্বন্দে জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার চোখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।এ দিকে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি আব্দুর রাজ্জাক জানান,উদ্ধারকৃত জগত আলীর চোখে রক্তের আলামত রয়েছে। হত্যা নাকি স্ট্রোকজনিত কারণে পড়ে মারা গেছে তা ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর বিষয়টি জানা যাবে।

৪৭ বার ভিউ হয়েছে
0Shares