শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মেহেরপুরে জেলা যুবলীগের আয়োজনে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ

মেহেরপুরে জেলা যুবলীগের আয়োজনে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ

মেহের আমজাদ,মেহেরপুর; মেহেরপুরে জেলা যুবলীগের আয়োজনে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭-০৭-২৩) বিকালে মেহেরপুর ড. শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক ও মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন এরর সভাপতিত্বে জয়যাত্রা সমাবেশ এর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জাকিরুল ইসলাম। জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম পেরেশানের সঞ্চলনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সাজেদুর রহমান সাজু, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চান্দু, মেহেরপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার কাউন্সিলর আল মামুন,গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন,সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ প্রমুখ। তারুণ্যের জয়যাত্রা সমাবেশে মেহেরপুর জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

৯৩ বার ভিউ হয়েছে
0Shares