মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালিত

নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ; মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার- সারা দেশের ন্যয় চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালিত হয়েছে। ২১ শে ফেব্রæয়ারী মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে নাচোল সরকারী কলেজ চত্বরে শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অংগ সহযোগী সংগঠন, পেশাজীবি ও বেসরকারী উন্নয়ন সহযোগী সংস্থা এবং স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক দলের সদস্যদের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুস্পস্তবক অর্পণ করা হয়। শেষে ৫২’র ভাষা আন্দলনে শহীদদের প্রতি সম্মান জানিয়ে দোয়া-মোনাজাত করা হয়। সূর্যদয়ের সাথে সাথে উপজেলার সকল সরকারী বেসরকারী,স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানে বিধি মোতাবেক জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। এদিন উপজেলা প্রশাসনের গঠিত উপ-কমিটির তত্বাবধানে বয়স ও শ্রেণী ভিত্তিক শিক্ষার্থীদের চিত্রাংকন, রচনা, সুন্দর হাতের লেখা ও নির্ধারিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার সকল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ নিজ নিজ উদ্যোগে দিবসটি উদযাপন করে। বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে শহীদ দিবসের তাৎপর্য এবং অমর ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনাসভা ও বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, সহকারী কমিশনার(ভূমি) সবুজ হাসান সরকার, নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা অওয়ামীলীগ অফিসে জাতীয়, দলীয় ও শোক পতাকা উত্তোণ শেষে দোয়া-মোনাজাত ও সংক্ষিপ্ত আলোচনা করা হয়।

 

১৪৪ বার ভিউ হয়েছে
0Shares