বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সুজানগরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও মতবিনিময় সভা

সুজানগরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও মতবিনিময় সভা

সুজানগর (পাবনা) প্রতিনিধি: “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে, উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে, জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় মৎস্য সপ্তাহের বর্ণাঢ্য শোভাযাত্রা‌ শেষে উপজেলা চত্বরের পুকুরে পোনা মাছ অবমুক্ত করে উদ্বোধন করেন, পাবনা -২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। উদ্বোধন শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, আহমেদ ফিরোজ কবির এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন।স্বাগত বক্তব্য দেন, উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান।এ সময় আরো বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মাহাতাব উদ্দিন, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী,এন এ কলেজের অধ্যাপক আবুল হাশেম, আ’লীগ নেতা রাজা হাসান, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ,মৎস্যচাষী আব্দুল মান্নান, হেদায়েতুল্লাহ ডাবলু, মৎস্যজীবি শ্রী মহন সরকার প্রমুখ।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS