শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সাঁথিয়ায় জাতীয় সমবায় দিবস পালন

সাঁথিয়ায় জাতীয় সমবায় দিবস পালন

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ ‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সমানে রেখে শনিবার পাবনার সাঁথিয়ায় ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে র‌্যালি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সকাল সারে ১০টায় র‌্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক শফিকুল ইসলাম রিপনের পরিচালনায় বক্তব্য রাখেন, সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার,পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু,উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান আলী খাঁন, সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল লতিফ,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস,গৌরীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব। অনুষ্ঠানে স্বাগত  বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা রবিউল আলম। সমবায়ীদের মধ্যে বক্তব্য দেন ফজলুল হক ও সাবরিনা খাতুন  ।

২২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS